থানায় ঢুকতে বাধা তৃণমূল নেতৃত্বদের!

কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভরত দলের নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার কথা বলেছে দিল্লি পুলিশ। 

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভরত দলের নেতাদের বিরুদ্ধে দিল্লি পুলিশ পদক্ষেপ নেবার কথা বলেছে। এই সম্পর্কে তৃণমূল নেত্রী সাগরিকা ঘোষ বলেন, "আমাদের যেভাবে থামানো হয়েছে তাতে আমি হতবাক। বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রের এজেন্সিগুলির অপব্যবহারের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করেছি। দিল্লি পুলিশ আমাদের উপর পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের নিয়ে যাওয়া হয়েছে।

Lok Sabha Election 2024: Mamata Vs PM Modi Fight Intensifies Before Polls |  Elections News - Times Now

আমাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের থানায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে, এটা একটা পাবলিক প্লেস।"

TMC announces candidature of Sagarika Ghose, Sushmita Dev, 2 others for  Rajya Sabha polls | India News - Times of India

 

Add 1