'সরকারের নুন খেয়ে প্রাইভেটের গুণ গাওয়ার দ্বিচারিতা বন্ধ করুন,...নাটুকে কথা বন্ধ করুন', আর কী বললেন কুণাল ঘোষ?

ডাক্তারদের ফের কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেতা কুণাল ঘোষের।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
kunal ghosh djfk.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ বিকালে তৃণমূল নেতা কুণাল ঘোষ টুইটে বলেন, "যতগুলি ডাক্তার সংগঠন বিপ্লবী বিবৃতি দিচ্ছেন, তাঁদের লিখিত বয়ানে অন্য সব দফার সঙ্গে যোগ করুনঃ সাধারণ মানুষের চিকিৎসার বিল কমাতে হবে প্রাইভেটেও। যে ডাক্তাররা ওষুধ কোম্পানি, ডায়াগনিস্টিক সেন্টার, পেসমেকারসহ সরঞ্জাম থেকে কমিশন খেয়ে রোগীর খরচ বাড়ান, সেগুলোও বন্ধ করতে হবে। সরকারের নুন খেয়ে প্রাইভেটের গুণ গাওয়ার দ্বিচারিতা বন্ধ করা জরুরি। সরকারি কাঠামোয় দুর্নীতি বন্ধের পাশাপাশি বেসরকারিতে একাংশের এই ঘুরপথে দুর্নীতিচক্র থেকে আর্থিক ফায়দা তোলা বন্ধ করবে ডাক্তারদের একাংশ। এগুলো না লেখা পর্যন্ত 'সাধারণ মানুষের' স্বার্থে লড়ছি, এসব নাটুকে কথা বন্ধ করুন।"