জুনিয়রনিজস্ব সংবাদদাতাঃ রবিবার রাতে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে এক টুইট বার্তায় তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন," বাবা কচি, বাম-অতি বাম দাদাদের শেখানো বুলি আউড়ে বিপদে পোড়ো না। হ্যাঁ, আমি কুণাল ঘোষ প্রকাশ্যে বিচার চেয়েছিলাম। প্রতিকূলতার মধ্যেও বিচার চেয়েছিলাম। বিচার পাচ্ছি। কোর্ট রায় দিয়েছেন আমাকে অন্যায্য মামলায় বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল। সঙ্গের মামলাও লড়ছি। ন্যায়বিচার চাইলে আমার কাছে এসো। রাস্তায় নাটক না করে কী করে আইনসম্মত ন্যায়বিচার পেতে হয়, শিখিয়ে দেব। তোমরা বিচিত্রবীর্য গোস্বামী বা খাট সুশান্তর কোচিং থেকে বেরোও। একজন অনশনকারীর যদি ক্ষতি হয় বা মঙ্গলবার তথাকথিত ধর্মঘটে যদি একজন রোগীর ক্ষতি হয়, তোমরা, ফুটেজ খাওয়া মাতব্বরা, যাদের জন্য প্রাইভেট হাসপাতালের মুনাফা বাড়ছে, তারাই দায়ী থাকবে।"