জুনিয়ররা কর্মবিরতি না তুললে সিনিয়র ডাক্তাররা...! সব ফাঁস করলেন কুণাল-ভাইরাল পোস্ট

সিনিয়র ডাক্তারদের নিয়ে বড় মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

author-image
Aniruddha Chakraborty
New Update
Kunal ghosh

file pic

নিজস্ব সংবাদদাতাঃ সিনিয়র চিকিৎসকদের একাংশ যখন বলছেন যে, সব সময় কর্মবিরতি করেই সমাধান সম্ভব নয়। সেই আবহে আবারও মুখর তৃণমূলের প্রথম সারির নেতা কুণাল ঘোষ। এবার তাঁর বেনজির আক্রমণ সিনিয়র চিকিৎসকদের।

কুণালের বক্তব্য, 'এখন সিনিয়র চিকিৎসকরা জুনিয়রদের কর্মবিরতিতে যেতে বারণ করছেন কারণ পুজোর সময় তাঁদের টিকিট কাটা রয়েছে দেশ-বিদেশে। তাঁরা বেড়াতে যাবেন। তাঁদের কাজ সামলাতে হবে জুনিয়রদের। কারণ জুনিয়র চিকিৎসকরা যদি কর্মবিরতি চালান তাহলে সিনিয়র ডাক্তাররা বেড়াতে যেতে পারবেন না।' তৃণমূল নেতার প্রশ্ন, এতদিন কেন সিনিয়রদের মনে হয়নি কর্মবিরতি প্রত্যাহারের বিষয়?

শুক্রবার অর্থাৎ আজ  নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, “উস্কানিদাতা সিনিয়রদের পুজোয় দেশ-বিদেশের টিকিট কাটা। সামলাতে হবে জুনিয়রদের। নাহলে ‘বিশেষ’ সমস্যা।

প্রসঙ্গত, সাগরদত্তে চিকিসক ও স্বাস্থ্য কর্মীদের নিগ্রহের জেরে পূর্ণ কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। যার জেরে রোগীদের একাংশের অভিযোগ, তাঁদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে নিজেদের সুরক্ষার প্রশ্নে অনড় জুনিয়র চিকিৎসকরা। এই অবস্থায় দেখা যায় সিনিয়র চিকিৎসকদের একাংশও বলতে শুরু করেন এবার জুনিয়রদের কর্মবিরতি নিয়ে ভাবা উচিত।