বেউড় বাঁশ দিয়ে BJP নেতাদের পাছা গরম করে দেওয়ার নিদান TMC বিধায়কের

ভোটের (Election) মুখে বিতর্কিত মন্তব্য। এবার সংবাদ শিরোনামে উঠে এলেন বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর (Bishnupur) সাংগঠনিক জেলা যুব তৃণমূল (TMC) সভাপতি সুব্রত দত্ত।

author-image
Pritam Santra
New Update
tm c bjp flag

নিজস্ব সংবাদদাতাঃ ভোটের (Election) মুখে বিতর্কিত মন্তব্য। এবার সংবাদ শিরোনামে উঠে এলেন বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর (Bishnupur) সাংগঠনিক জেলা যুব তৃণমূল (TMC) সভাপতি সুব্রত দত্ত।  দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির (BJP) নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, "এবারের ওষুধটা একটু অন্য হবে। বাঁকুড়ায় একটা বাঁশ পাওয়া যায়, বেউড় বাঁশ। ঘন গিটের বাঁশ, পাছা গরম করা বাঁশ। উপরটা লাল হবে আর ভিতর থেকে ঘা করে দেওয়া হবে।"