পড়ুয়াদের ট্রাফিক সচেতনতার প্রশিক্ষন দিচ্ছেন ওসি সাদ্দাম হোসেন
BREAKING: মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে উড়ে যাবে বিমানবন্দর ! পহেলগাঁও হামলার মাঝেই হুমকি মেল এল এই বিমানবন্দরে
এখনও পাক রেঞ্জার্সের হাতে বন্দি রিষড়ার BSF জওয়ান
BREAKING: শীঘ্রই পাকিস্তান ভেঙে পড়বে ! যুদ্ধের আবহেই এবার বড় ঘোষণা করলেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে
পাকিস্তানের সংবাদমাধ্যমের সোশ্যাল মিডিয়াকেও নিষিদ্ধ করল ভারত
ঘোষণার দু'বছর পরও চালু হল না 'সমুদ্রসাথী' প্রকল্প
BREAKING: সন্ত্রাস দমনে ভারতের পাশেই আমেরিকা ! ভারতকে পূর্ণ সমর্থনের ঘোষণা করলেন এফবিআই (FBI) ডিরেক্টর কাশ প্যাটেল
BRICS বৈঠকে ভারতের যোগ দেওয়ার সম্ভাবনা কমছে
BREAKING: কাশ্মীরের পর্যটনকে ধ্বংস করতে চায় সন্ত্রাসীরা ! ফের একবার ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন বিজেপি নেতা তরুণ চুঘ

‘আমার বোবা মেয়েটাকে পর্যন্ত ছাড়েনি…’, চরম জুলুম তৃণমূল কর্মীর

দমদমে তৃণমূল কর্মীর জুলুমে অতিষ্ঠ ব্যবসায়ী।

author-image
Aniruddha Chakraborty
New Update
TMC FLAG

file pic

নিজস্ব সংবাদদাতাঃ পুজোয় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর, বাঁচাতে গিয়ে আক্রান্ত ব্যবসায়ীর বিশেষ বোবা মেয়ে ও স্ত্রী। দমদম থানায় অভিযোগ দায়ের করার পরও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। অভিযোগ উঠেছে এক স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। পুজোয় সরকার অনুদান দেওয়ার পরও কীভাবে উঠছে এমন অভিযোগ।

দমদমের সুভাষনগরের বাসিন্দা সৌমেন বর্মন পেশায় জল ব্যবসায়ী। তাঁর অভিযোগ, পুজোর সময় স্থানীয় তৃণমূলকর্মী সৌরভ আইচ ওরফে বাবুলাল তাঁর কাছ থেকে পুজো কমিটির জন্য ৫০ হাজার টাকা চায়। এছাড়া তাঁর কাছে ১০০ পেটি জলও চায় বলে অভিযোগ। তিনি তাঁর সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতে সন্তুষ্ট হননি সৌরভ আইচ ওরফে বাবুলাল!

গত ১৩ অক্টোবর তাঁর বাড়িতে বাবুলাল চড়াও হন বলে অভিযোগ সৌমেন বর্মনের। তিনি জানান, তিনি বাড়ির বাইরে বেরলে তাঁকে রাস্তায় ফেলে মারধর করেন বাবুলাল। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসে তাঁর স্ত্রী ও বিশেষ ক্ষমতা সম্পন্ন সন্তান। ব্যবসায়ীকে বাঁচাতে গেলে মারধর করা হয় স্ত্রী, সন্তানকেও। ব্যবসায়ীর স্ত্রী-র অভিযোগ, তাঁর স্বামী ও সন্তানকে মারধর করা হচ্ছে বলে তিনি এগিয়ে গিয়েছিলেন, সেই সময় তাঁর শ্লীলতাহানি করা হয়। তাঁর ও মেয়ের পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ব্যবসায়ী বলেন, ‘আমার বোবা মেয়েটাকে পর্যন্ত ছাড়েনি। ওঁ কানে শুনতে পায় না, কথা বলতে পারে না।’

এমনকী এখনও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। গত ১৫ অক্টোবর এই বিষয়ে সমস্ত পদ্ধতি মেনে দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও অধরা অভিযুক্ত।