নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনে বজায় থাকল সবুজ ঝড়। ২,৫৬২টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে গেল। বিজেপির দখলে গেল ২১২টি গ্রাম পঞ্চায়েত। ত্রিশঙ্কু ২৬৩টি গ্রাম পঞ্চায়েত। একই সাথে ২৪২টি পঞ্চায়েত সমিতি গেল তৃণমূলের দখলে। বিজেপির ঝুলিতে গেল ৮টি পঞ্চায়েত সমিতি। ত্রিশঙ্কু ৪টি পঞ্চায়েত সমিতি।
তবে সবকিছুকে ছাপিয়ে গেল জেলা পরিষদের ফল। ২০টি জেলাতেই ফুটল ঘাসফুল। ২০-র মধ্যে ২০-ই পেল তৃণমূল কংগ্রেস। ২০১৮ সালের মত ২০২৩-এও জেলা নিজেদের দখলেই রাখল শাসক দল।