শীর্ষ মুরগি রপ্তানিকারক এই দেশে বার্ড ফ্লু! বাণিজ্য নিষেধাজ্ঞা জারি
আমেরিকা কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য দেশের জন্য শুল্ক হার নির্ধারণ করবে, বললেন ট্রাম্প!
ভারত-পাকিস্তান সংঘাত মার্কিন স্বার্থে নয়, বললেন নিরাপত্তা বিশেষজ্ঞ!
"পাকিস্তান বেলুচিস্তানের ৮০% নিয়ন্ত্রণ হারিয়েছে, সেনাবাহিনী টহল দিতেও ভয় পাচ্ছে"! বালুচ নেতার বড় দাবি
BREAKING: গয়া নয়, পাল্টে গেল নাম!
জেলেনস্কি-পুতিন বৈঠকই পরবর্তী লক্ষ্য! দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী
রাশিয়া-ইউক্রেন আলোচনা "প্রত্যাশার চেয়েও বেশি ইতিবাচক"! বললেন তুর্কি কর্মকর্তা
রাশিয়া কিছু "অগ্রহণযোগ্য" কথা বলেছে, দাবি করল ইউক্রেন
পুতিন-ট্রাম্প বৈঠক অপরিহার্য, তবে আগাম প্রস্তুতির প্রয়োজন এবং ফলাফল চাই!

তৃণমূল vs তৃণমূল-সংঘর্ষ! হাসপাতালে ১, গ্রেফতার ১

নৈহাটিতে তৃণমূল বনাম তৃণমূলের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
TMC FLAG

file pic

নিজস্ব সংবাদদাতাঃ মহালয়ার দিন বাজি ফাটানো নিয়ে ঝামেলা। তৃণমূল কর্মীকে লোহার রড দিয়ে বেদম মার তৃণমূল কর্মীদেরই। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন অজিত প্রসাদ নামে ওই তৃণমূল কর্মী। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে নৈহাটি বিধানসভার ছাত্র পরিষদের সভাপতি ঋষি মুখোপাধ্যায়কে।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার আরবিসি কলেজের সামনে পিকনিক চলছিল। সেই সময় নাকি বাজি ফাটায় নৈহাটি টাউন ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ঋষি মুখোপাধ্যায়ের গ্রুপ। এরই প্রতিবাদ করেন অপর গ্রুপ অজয় প্রসাদের লোকজন। অভিযোগ তখনই চড়াও হয় ঋষির দলবল। লোহার রড এবং লাঠি নিয়ে ব্যাপক মারধর করে অজয়কে। দু’পক্ষের চারজনকে গ্রেফতার করে নৈহাটি থানার পুলিশ। গ্রেফতার হয় ঋষি মুখোপাধ্যায়।

এই ঘটনার বিষয়ে রাজা দাস নামে অজিত ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেন, “আমরা পিকনিক করছিলাম। সেই সময় ওরা জোরে জোরে বাজি ফাটাচ্ছিল। সেটাই বারণ করেছিলাম শুধু। আচমকাই দলবদল নিয়ে এসে হাজির হল ঋষি ও তার দলের লোকজন। লাঠি-বাঁশ নিয়ে বেধড়ক মারধর করল ওরা। অজিতের অবস্থা খুবই খারাপ। আমরা চাই দোষীর শাস্তি হোক।” যদিও এই ঘটনায় ঋষি মুখোপাধ্যায় বা তাঁর গ্রুপের কারও প্রতিক্রিয়া মেলেনি।