ব্রেকিং: ফের ‘দিল্লি চলো’ তৃণমূলের

৫০ হাজার তৃণমূল কর্মী দিল্লি যাবেন। তাই রামলীলা ময়দানে তৃণমূল কর্মীদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রের কাছে ১০০ দিনের বকেয়া আদায়ের জন্য এবার গিরিরাজ সিং-এর দিল্লির বাসভবনে সামনে ধর্না কর্মসূচি গ্রহণ করল ঘাসফুল শিবির। আগামী ২ ও ৩ অক্টোবর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক মন্ত্রী গিরিরাজ সিং-এর বাড়ির সামনে ধর্নার পরিকল্পনা করেছেন তারা।

যা জানা যাচ্ছে, ৫০ হাজার তৃণমূল কর্মী দিল্লি যাবেন। তাই রামলীলা ময়দানে তৃণমূল কর্মীদের থাকার জন্য অনুমতি চাওয়া হল দলের তরফে। এর আগে গত এপ্রিলে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর অফিসে ধর্না দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ধর্নার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও তিনিই থাকবেন। ৫ দিন সেখানে তৃণমূল কর্মীরা থাকবেন। ৩০ সেপ্টেম্বর থেকে রামলীলা ময়দানে থাকবেন তারা।