নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ানে টাইফুন হাইকুইয়ের আগমনের কারণে অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং প্রায় ৩,০০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে, যা দ্বীপের দক্ষিণ ও পূর্বদিকে প্রবল বৃষ্টিপাত এবং তীব্র বাতাস বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য ও জনবহুল এলাকায় রবিবার অর্থাৎ আজ বিকেলে হাইকুই আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাইকুইয়ের আগমনের কারণে পূর্ব ও দক্ষিণের কাউন্টি ও শহরগুলো স্কুল বন্ধ করে দিয়েছে এবং শ্রমিকদের জন্য একদিনের ছুটি ঘোষণা করেছে।