নিজস্ব প্রতিনিধি: কয়েক গাড়ি জঙ্গলের কাঠ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ জমা পড়লো বনদপ্তরে। ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের ভাদুতলায়। ওই এলাকার বালিজুড়ির জঙ্গলে সরকারি নিয়ম অনুসারে প্রায় দশ হেক্টর আকাশমনি গাছ কাটা হয়েছে। সেই গাছের ডালপালা সহ আরও কিছু গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী ভোলানাথ খামরই এর বিরুদ্ধে। এছাড়াও বাবলু রায়, শীতল সিং সহ এক বনকর্মীর বিরুদ্ধেও রয়েছে অভিযোগ। জানা গিয়েছে, জঙ্গল কাটা হলে তার ডালপালা স্থানীয় যৌথ বন পরিচালন কমিটির সদস্যরা পেয়ে থাকেন। অনেক কমিটি আবার সেগুলিকে বিক্রি করে তার লভ্যাংশ ভাগ করে নেন সদস্যদের মধ্যে। তবে পুরোটাই আলোচনা সাপেক্ষ। তবে কাঠ এবং নতুন করে জঙ্গলের গাছ কেটে ট্রাক্টরে করে বিক্রি করে দেওয়ার অভিযোগ ভাদুতলা রেঞ্জ অফিসে লিখিতভাবে জানিয়েছেন গ্রামবাসীদের একাংশ।
রেঞ্জার শুভাশিস চৌধুরী মানছেন এমন অভিযোগপত্রের কথা। ওই অভিযোগপত্রে লেখা রয়েছে, জঙ্গলের কাটা গাছের ডালপালা সহ নতুন করে আবার গাছ কেটে ৪০ থেকে ৫০ গাড়ি কাঠ অন্যত্র বিক্রি করেছে। তাতে প্রতিবাদ করলে উল্টে ধমক দেয় অভিযুক্তরা। এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবিও জানিয়েছেন গ্রামবাসীরা। ভাদুতলা রেঞ্জের আধিকারিক জানিয়েছেন, "অভিযোগ আসার পর আপাতত ওই সমস্ত কাঠ বিক্রি বন্ধ করা হয়েছে। যে সমস্ত কাঠগুলি নিয়ে অভিযোগ ছিল সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।" ঘটনায় রাজনৈতিক চক্রান্ত দেখছেন পঞ্চায়েত সদস্যার স্বামী ভোলানাথ খামরই। তিনি বলেন, "কমিটিতে যেসব সদস্যরা রয়েছেন তাদের মধ্যে আলোচনা করেই বিক্রি করা হয়েছে। আমার নিজের মর্জিতে কোনো কাঠ বিক্রি করা হয়নি। এটা রাজনৈতিকভাবে চক্রান্ত করা হচ্ছে।" তবে জঙ্গলে কে কখন গাছ কেটে নিচ্ছে, তা হাতে গোনা কয়েকজন বনকর্মী নিয়ে নজর রাখাও যে অসম্ভব তাও জানাচ্ছেন গ্রামবাসীদের একাংশ।
, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,