নিজস্ব সংবাদদাতাঃ এবার শেষ হবে অবাধ বিচরণ। বাংলায় মেডিক্যালের প্র্যাক্টিসের জন্য এবার লাগবে রেজিস্ট্রেশন নম্বর। রাজ্য সরকার এক নির্দেশিকায় উল্লেখ করেছে যে, ভিনরাজ্যের সমস্ত চিকিৎসকদের রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক।
সূত্র মারফত জানা গিয়েছে যে, স্থায়ী প্র্যাকটিস ছাড়াও, নির্দিষ্ট সময় অন্তর অন্য রাজ্য থেকে বাংলায় এসে ভিজিটিং চিকিৎসক হিসেবে রোগী দেখতে হলেও এবার থেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করতে হবে। এমনকী, উচ্চশিক্ষা বা পোস্ট গ্র্যাজুয়েশন করতে ভিনরাজ্য থেকে যে সমস্ত ডাক্তারি পড়ুয়া এ রাজ্যে আসবেন, তাঁদের ক্ষেত্রেও নিজেদের নাম রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত করা বাধ্যতামূলক।