তৃতীয় দফায় কড়া কমিশন, বাহিনীর সংখ্যা বেড়ে হবে ৪০২

এবার তৃতীয় দফার কথাও জানিয়ে দিল নির্বাচন কমিশন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
central force new

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকালই কমিশন জানিয়েছে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা হবে ৩০৩ কোম্পানি। দ্বিতীয় দফায় ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। আর এবার তৃতীয় দফার কথাও জানিয়ে দিল নির্বাচন কমিশন।

যা জানা যাচ্ছে, তৃতীয় দফায় রাজ্যে আসতে চলেছে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদের রেজিনগরে রামনবমীর ঘটনায় সন্ত্রাসের পর এবার নড়ে চড়ে বসলো জাতীয় নির্বাচন কমিশন। বেলডাঙা এবং শক্তিপুরের দুই ওসি কে সাসপেন্ড করলেন জাতীয় নির্বাচন কমিশন। এই দুই ওসি-র বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে যাতে ভোটে কোনও রকম কোনও সন্ত্রাস না ছড়ায়, তাই ৩০৩ কোম্পানির সাথে যুক্ত হবে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

vote nmkkkkui.png

তৃতীয় দফায় ভোট রয়েছে, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে। আর সেখানেই প্রায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চলেছে কমিশন। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর এই দুই লোকসভা নিয়ে চিন্তিত কমিশন। তাই বাহিনী বৃদ্ধিরই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

123

Add 1