আয়না দেখা চলবে না

ঘুম থেকে উঠেই অনেকেরই আয়নায় মুখ দেখার অভ্যাস থাকে। তবে জ্যোতিষ শাস্ত্র মতে, এই কাজ করা মোটেই উচিত নয়। এমন কাজ করলেই নাকি বাড়তে পারে মানসিক অবসাদ।

বন্ধ ঘড়ি

সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই বন্ধ ঘড়ির দিকে তাকানো উচিত নয়। এমন কাজ করলে সারাদিন কাটবে অশান্তির মধ্যে দিয়ে।

এঁটো বাসন দেখা উচিত নয়

ঘুম থেকে উঠেই এঁটো বাসন দেখা মোটেই উচিত নয়। এমন কাজ করলে সারাদিন ভুগতে হবে। কোনো কাজে আসবে না সফলতা।