নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব পড়েছে পূর্ববঙ্গে। কেননা ঘূর্ণিঝড় ‘হামুন’ দিক পরিবর্তন করে ঘুরে গিয়েছে বাংলাদেশের দিকেই। হাওয়া অফিস বলছে, এবঙ্গের উপকূলবর্তী এলাকায় আজও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টির জেরে যা হয়েছে তা হল বঙ্গে প্রবেশ করেছে শীত। ইতিমধ্যেই বদলে গিয়েছে তাপমাত্রা।
আজ দুই বর্ধমানের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে হাওয়ার গতিবেগ একেবারেই নেই বললেই চলে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮ শতাংশ।