২১ জুলাই কোন কোন রাস্তা বন্ধ?

২১ জুলাই উপলক্ষ্যে কলকাতার বিস্তীর্ণ অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বহু রাস্তা এদিন বন্ধ থাকবে আর বহু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
KOLKATA-1 (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের শহিদ দিবস উপলক্ষ্যে শুক্রবার কলকাতা শহরের একাংশে বিপুল জনসমাগম হতে পারে। ওই কারণে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ। ২১ জুলাই কলকাতার বিস্তীর্ণ অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ধর্মতলায় তৃণমূলের সমাবেশে রাজ্যের নানা প্রান্ত থেকে বহু মানুষ আসবেন। ফলে শহরের একাংশ অচল হয়ে পড়ার আশঙ্কা। বহু রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। আবার বহু ক্ষেত্রে রুট পরিবর্তন করা হবে। তাই রাস্তায় বেরনোর আগে জেনে রাখুন কলকাতার রাস্তার হালহকিকত।

রাস্তা বন্ধ

ধর্মতলা চত্বর, জওহরলাল নেহরু রোডের অংশ, এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি,

গণেশচন্দ্র অ্যাভিনিউ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যান চলাচলে রাশ টানা হবে

গণেশ চন্দ্র অ্যাভিনিউ দিয়ে যান চলাচল করতে পারে। তবে ধর্মতলার মূল মঞ্চের দিকে যাওয়ার রাস্তা আটকানো থাকবে।

ওয়ান ওয়ে

ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত

উত্তর থেকে দক্ষিণ ব্রাবোর্ন রোড, আমহার্স্ট স্ট্রিট

দক্ষিণ থেকে উত্তর কলেজ স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, স্ট্র্যান্ড রোডের হেয়ার স্ট্রিট থেকে উডমান্ট স্ট্রিট, রবীন্দ্র সরণির বি কে পাল থেকে লালবাজার স্ট্রিট, বিধান সরণির কেশবচন্দ্র সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোডের অংশ

পশ্চিম থেকে পূর্ব নিউ সিআইটি রোড

পূর্ব থেকে পশ্চিম বি বি গাঙ্গুলি স্ট্রিট

অতএব কাল রাস্তায় বেরনোর আগে এই তালিকা দেখতে কিন্তু ভুলবেন না।