নেই নিরাপত্তা ঝুঁকি, এবার পূজা হবে নির্বিঘ্নে! বিরাট ঘোষণা সরকারের

বাংলাদেশের দুর্গাপূজা নিয়ে জানা গেল বড় আপডেট।

author-image
Aniruddha Chakraborty
New Update
;।,

হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন অন্তর্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার বিকেলে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "দুর্গাপূজা যেন ভালোভাবে নির্বিঘ্নে হয়, সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা নির্দেশনা প্রতিটি পূজামণ্ডপে পাঠানো হয়েছে। এছাড়া বিভাগীয় কমিশনার, ডিআইজি, এসপি, ডিসি, ইউএনও, ওসিসহ প্রশাসনে যারা রয়েছেন, সবাইকে নির্দেশনা পাঠানো হয়েছে।"

ক্ল;ম

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "পূজা কমিটি ভালো আয়োজন করেছে। তারা এখানে ২৪ ঘণ্টা সেচ্ছাসেবী দিয়েছে। স্বেচ্ছাসেবীরা ২৪ ঘণ্টা থাকবেন। এবার কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। পূজা এবার নির্বিঘ্নে হবে।" এই সময় উসকানির বিরুদ্ধে সত্য ঘটনা তুলে ধরতে গণমাধ্যমকে আহ্বানকে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

ল্মন

তাছাড়া দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও আনসারের পর্যাপ্ত সদস্যের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে। এবার কোথাও কোনো ঘটনা ঘটলে যাতে তাৎক্ষণিক খবর পাওয়া যায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মাধ্যমে সে ব্যবস্থাও করা হয়েছে।

ম,

;।,