অষ্টমতম বর্ষের গ্রামীণ উৎসবের সূচনা , গোটা শহর জুড়ে সাজো সাজো রব

উদ্যোক্তাদের দাবি এই মেলা পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় গ্রামীণ মেলা।

author-image
Adrita
New Update
ইয়ত

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেতা তথা দীপক অধিকারীর দেবের পৃষ্ঠপোষকতায় আজ থেকে ৮ বছর আগে ডেবরার হরিমতী হাইস্কুল মাঠে  শুরু হয়েছিল ডেবরা গ্রামীণ উৎসব। ডেবরা গ্রামীণ উৎসব সমিতির পরিচালনায় এই মেলার নাম দেওয়া হয়েছে ডেবরা গ্রামীণ উৎসব। বর্তমানে তা অষ্টম বছরে পড়তে চলেছে। উদ্যোক্তাদের দাবি এই মেলা পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় গ্রামীণ মেলা।

মেলা শুরু হবে আগামী ১ মার্চ এবং চলবে আগামী ৮ ই মার্চ পর্যন্ত। ডেবরার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীরকে এই মেলার চেয়ারম্যান করে তৈরি করা হয়েছে মেলা কমিটি। সাংসদ প্রতিনিধি তথা ডেবরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়াকে সভাপতি ও অশোক রায়কে সম্পাদক করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডেবরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখোপাধ্যায়। তবে মেলার বেশীর ভাগটাই সামাল দিতে হয়  সভাপতি সীতেশ ধাড়াকেই। সুষ্ঠুভাবে মেলা পরিচালনার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

সভাপতি জানান, কমিটির সদস্য ও কর্মকর্তাদের নিয়ে ডেবরার সাংসদ কার্যালয়ে একাধিকবার  বৈঠকও হয়েছে।প্রতিদিনই অলোচনায় বসা হচ্ছে। ডেবরা বাজারে উৎসব অফিসও খোলা হয়েছে। ডেবরা গ্রামীণ উৎসবের 
সভাপতি সীতেশ ধাড়া  বলেন, '' সাংসদ দীপক অধিকারীর উদ্যোগেই ২০১৭ সালে প্রথম এই মেলা শুরু হয়। উনি প্রতিবছর এই মেলাতে উপস্থিত থাকেন। এখন তিনি এই মেলার প্রধান পৃষ্ঠপোষক। এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় মেলা শুরু হচ্ছে ১ মার্চ। প্রতিবারই মেলাকে ঘিরে উদ্দীপনা তুঙ্গে থাকে। ''

তিনি আরও বলেন যে, '' মেলায় যেমন একদিকে স্টল, বোম্বে কলকাতার শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। ঠিক সেই ভাবেই আমরা রক্তদান শিবির,চক্ষু পরীক্ষা শিবির, কম্বল বিতরণসহ একাধিক সামাজিক কাজ করে থাকি। প্রতিবছর ডেবরা বিধানসভার মানুষ এই উৎসবদের দিকে তাকিয়ে থাকে। আমরা রাজনীতি ভুলে ডেবরা ব্লকের সমস্ত মানুষজনকে আহ্বান করি। আপনারা আসুন। সবাই মিলে এই উৎসবে সামিল হয়। আমাদের প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে সমস্ত রকমের সাহায্য করে থাকেন। তাই মাঝে মাত্র আর কদিন। সবাই ১ মার্চের অপেক্ষায় রয়েছেন। 

add 4.jpeg