ভোটের আবহে আচমকাই বাড়লো বিদ্যুতের দাম!

আচমকাই বাড়লো বিদ্যুতের দাম। ঘোর চিন্তায় গ্রাহকরা। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
HFJNTER

নিজস্ব সংবাদদাতা: সিইএসসি এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টনের তরফ থেকে জানানো হচ্ছে বিদ্যুতের দাম বৃদ্ধি হয়নি। বরং স্ল্যাব কমানো হয়েছে। যার ফলে চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। জানা গেছে, অতীতে ৩০০ ইউনিটের জন্য তিন মাসের বিল ট্যারিফ অনুযায়ী গ্রাহককে ১৬৯৯.৫০ টাকা দিতে হতো। বর্তমানে স্ল্যাব পরিবর্তনের ফলে গ্রাহককে দিতে হবে ১৯৫৯.০৩ টাকা। ২৫০ ইউনিট খরচ হলে বিল দিতে হতো ১৫০০ টাকার কিছু বেশি। বর্তমানে দিতে হবে ১৭০০ টাকার থেকেও বেশি মূল্য।

Examining Electricity (Amendment) Bill, 2020 - TheDailyGuardian

স্ল্যাব পরিবর্তনের পরে দেখা যাচ্ছে ৩০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৫ টাকা, ৫২ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৬.২৪ টাকা, ৮৭ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৬.৮৯ টাকা, ১৭৪ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৭.৪৪ টাকা, ২৬১ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৭.৬১ টাকা, ২৬১ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৭.৬১ টাকা এবং ৩৭৯ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৯.২২ টাকা করে মূল্য নির্ধারিত করা হয়েছে। 

Understanding Your Energy Bill - Decoding Usage and Charges

Add 1