আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হল শাসক-বিরোধীর রাজনৈতিক লড়াই

আসন্ন লোকসভা ভোট প্রচারে পিছিয়ে নেই রাজ্যের বিরোধী দল বিজেপি।

author-image
Adrita
New Update
ব

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্রে শুরু হয়ে গেল রাজনৈতিক লড়াই। ১ ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন শাসক ও বিরোধীরা।

আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে দেওয়াল লিখন শুরু করেছে তৃণমূল কর্মীরা। উল্লেখ্য চলতি মাসের ২ তারিখ কলকাতায় ধর্না মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে ফের শত্রুঘ্ন সিনহার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন। ভোট নিয়ে প্রার্থীর সমর্থনে পরের দিন থেকেই আসানসোল লোকসভা কেন্দ্রে শাসক দলের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায়। এলাকার বিভিন্ন জায়গায় দেওয়াল বুকিং এর কাজ শুরু করে দেয় তৃণমূল কর্মীরা। রং তুলি হাতে দেওয়াল লিখতে দেখা গিয়েছিল প্রাক্তন জেলা যুব সভাপতি কৌশিক মন্ডলকে। 

আসন্ন লোকসভা ভোট প্রচারে পিছিয়ে নেই রাজ্যের বিরোধী দল বিজেপিও। যদিও আসানসোল লোকসভা নির্বাচনের এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির  আসানসোল কেন্দ্রে প্রার্থী নাম ঘোষণা এখনো হয়নি। তবে প্রার্থীর নাম ঘোষণা না হলেও শুরু হয়ে গেল বিজেপির দেয়াল লিখন। পাণ্ডবেশ্বরের শীতলপুর, বহুলা ও হরিপুরে একাধিক বুথে শুরু হল দেওয়াল লিখন।এই বিষয়ে  বিজেপি মন্ডল টু এর সভাপতি বেনুধর মন্ডল জানান  '' আমরা প্রার্থী দেখে পার্টি করিনা আমরা পদ্মফুল আর নরেন্দ্র মোদীকে দেখে পার্টি করি। তাই আসানসোল লোকসভার নির্বাচনে বিজেপির পক্ষ থেকে যাকে ই মনোনীত প্রার্থী ঘোষণা করবেন তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আসানসোলকে মোদিজীর হাতে তুলে দেব। '' 

add 4.jpeg