নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকার পূর্বচক গ্রামে চলছিল ভীম একাদশীর মেলা। মেলায় যখন বাতাসা লুট হচ্ছিল সেই সময় হঠাৎ করেই এক দমকা বাতাসে ভেঙ্গে পড়ে মেলার পাশের কালী মন্দিরের মাথায় থাকা সিমেন্টের সিংহের মূর্তি। দুর্ভাগ্যবশত তা ভেঙ্গে পড়ে একটি ছোট্ট শিশুর উপর।
শিশুটিকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে 'মৃত' বলে ঘোষণা করে। শিশু মৃত্যুর ঘটনায় শোক স্তব্ধ পুরো গ্রাম। বন্ধ হয়ে গিয়েছে শতাব্দী প্রাচীন মেলা। স্থানীয় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।