বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল বিধায়ক কাপ ফুটবল প্রতিযোগিতা

প্রথমদিনের খেলায় অংশগ্রহণ কারী দুটি দল হল দুর্গাপুর SBSTC একাদশ ও আসানসোল বাবন একাদশ।

author-image
Adrita
New Update
গ

নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ শুক্রবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা সিধুকানু ফুটবল ময়দানে আয়োজিত হল বিধায়ক কাপ ফুটবল প্রতিযোগিতার। খেলার শুভ উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই খেলাটির অন্তিম ও চূড়ান্ত পর্যায়ের খেলাটি হবে আগামী ৯ ই মার্চ। খেলাটি অনুষ্ঠিত হবে বনগ্রাম মিলন সমিতির ফুটবল ময়দানে। এই খেলায় মোট ৯ দল অংশগ্রহণ করেছে। প্রথমদিনের খেলায় অংশগ্রহণ কারী দুটি দল হল দুর্গাপুর SBSTC একাদশ ও আসানসোল বাবন একাদশ।

এদিনের খেলায় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা নেতৃবৃন্দ। এদিনের খেলা প্রসঙ্গে তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, '' রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যুব সম্প্রদায়কে খেলার মাঠ মুখী করতেই এই উদ্যোগ। '' সূত্র মারফত জানা গিয়েছে যে, এই ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দল পাবে ৫০ হাজার টাকার নগদ পুরস্কার সহ বিশেষ মোমেন্টো, রানার্স আপ পাবে ৩০ হাজার টাকা নগদ পুরস্কার ও বিশেষ মোমেন্টো। এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ পাবে  নগদ ৫ হাজার ও ম্যান অফ দ্য সিরিজ পাবে নগদ ৭ হাজার টাকার পুরস্কার। আজকের খেলার শেষে দুর্গাপুর SBSTC একাদশ দুই শুন্য গোলে জয়লাভ করে।