নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হলেন কমেডি জগতের কিংবদন্তি অভিনেতা বব নিউহার্ট। তিনি ছিলেন আমেরিকান স্ট্যান্ড-আপ পারফর্মার যার কমেডি তাকে তার যুগের শীর্ষ টিভি তারকাদের একজন করে তুলেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।