নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের আগে মহিলা ভোটকে পাখির চোখ করতে চাইছে কর্নাটকের সরকার। কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারেই বলা হয়েছিল, কর্নাটকে তারা ক্ষমতায় এলে বাড়ির গৃহকর্ত্রীর হাতে প্রতি মাসে দু’হাজার টাকা তুলে দেবে। প্রকল্পের নাম রাখা হয়েছিল ‘গৃহলক্ষ্মী’। শুক্রবার সে রাজ্যের বাজেটে এই প্রকল্পের জন্য ২০২৪-২৫ অর্থবর্ষে ২৮ হাজার ৬০৮ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কর্নাটকের বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “ গৃহলক্ষ্মী প্রকল্পে এখনও পর্যন্ত এক কোটি ৩৩ লক্ষ মহিলা উপকৃত হয়েছেন। জানুয়ারি মাস পর্যন্ত এক কোটি ১৭ লক্ষ প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। ”