নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: ১৬৫ বছর ধরে জল ঢালাকে কেন্দ্র করে মিলন উৎসব গড়ে উঠেছে মেদিনীপুর (Mednipure) সদরের পলাশিয়াতে। যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত শিবালয় মন্দির। সকল ভক্তরা সকাল থেকে ভিড় জমান শিবের মাথায় জল ঢালতে। চৈত্রের গাজনে বৃহস্পতিবার জেলার বিভিন্ন শিবালয় মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায় জল ঢালাতে। তেমনই মেদিনীপুর সদরের পলাশিয়া গ্রামে রয়েছে দেড়শো বছরের পুরোনো একটি শিবালয় মন্দির। যেখানে পাশাপাশি বহু গ্রামের মানুষজন সকাল থেকে ভিড় জমান জল ঢালতে। কাঁধে বাঁক নিয়ে মাইক বাজিয়েও ভক্তরা দূর থেকে কংসাবতী নদী থেকে জল নিয়ে হেঁটে আসেন। জল ঢালতে আসা অপর্ণা কবিরাজ, ঝর্ণা দাস-রা বলেন, "প্রতিবছর আমরা এইদিন এখানে শিবের মাথায় জল ঢালতে আসি। সব থেকে ভালো লাগে এখানে কোনো ভেদাভেদ নেই।" পলাশিয়া গ্রামের বাসিন্দা ইন্দ্রজিৎ দোলই জানান, পূর্বপুরুষদের থেকেই সিদ্ধান্ত হয়ে এসেছে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্তপ্রাণ মানুষদের জল ঢালার সুযোগ দিতে হবে। সেই রেওয়াজ এখনও চলছে। যারাই জল ঢালতে আসেন তাদের কোন ধর্ম-বর্ণ-জাতি দেখা হয় না। এটা আমাদের মিলন উৎসব। যে কারণেই বহু দূর-দূরান্ত থেকে মহিলা পুরুষ সকলেই ভিড় জমান।" এ বছর ১৬৫ তম বর্ষে পদার্পণ করেছে। সাতদিন ধরে ঝুলনের পাশাপাশি রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।