নিম্ন মাধ্যমিকের পাঠ্যক্রমে বদল আনছে শিক্ষা সংসদ

অষ্টম শ্রেণির জন্য 'আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনে'র পাঠ্যক্রমের খসড়া নিয়ে আলোচনা হয়েছে। 

author-image
Adrita
New Update
হ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠ্যক্রম বদলের পর্যালোচনা করা হচ্ছে। এমনটাই জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তরের বিশেষজ্ঞ কমিটি তথা সিলেবাস কমিটি। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা উচ্চপ্রাথমিক স্তরের এই তিনটি শ্রেণির প্রতিটি বিষয়ের পাঠ্যক্রম, পাঠ্যবই পর্যালোচনা করে রিপোর্ট জমা দেবেন। জুন মাসের মধ্যে সেই রিপোর্ট জমা করতে বলা হয়েছে তাদের।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে,  " বৈঠকে ঠিক হয়েছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বইগুলো পর্যালোচনা করা হবে। বিষয়ভিত্তিক মেন্টর ও সদস্যরা পর্যালোচনা করে জানাবেন, কোথাও কোনও পরিবর্তনের প্রয়োজন রয়েছে কি না। থাকলে কী পরিবর্তন করতে হবে, তা লিখিত আকারে জানাতে বলা হয়েছে। যদি তাঁরা মনে করেন কোনও বদলের প্রয়োজন নেই, যা আছে তাই থাকবে, তাও জানাবেন। "

স

cityaddnew

স