নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ জানা গিয়েছে, গত ১০ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে মাদ্রাসাগুলঅর ডিএড, বিএড শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ডিএড শিক্ষকদের মাসে ৬০০০ টাকা বেতন দেওয়া হয়, তা বাড়িয়ে মাসে ১৬ হাজার টাকা করা হবে। এছাড়াও বিএ, বিএড, বিএসসি-বিএডের মতো মাধ্যমিক বিষয়ের শিক্ষকরা মাসিক ৮ হাজার টাকার পরিবর্তে ১৮ হাজার টাকা করে পাবেন।
এছাড়া, গত ১০ অক্টোবর মহারাষ্ট্র মন্ত্রিসভার বৈঠকে মৌলানা আজাদ সংখ্যালঘু অর্থনৈতিক উন্নয়ন নিগমের শেয়ার মূলধন বাড়িয়ে ১০০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বর্তমানে এই মূলধন ৭০০ কোটি টাকা। এই কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন ঋণ ও ঋণ প্রকল্প বাস্তবায়িত হয়।