বন্যা-ভূমিধস, চারিদিকে কান্নার আওয়াজ! মারা গেল ১৫ জন

মেঘালয়ে ভয়াবহ বন্যা-ভূমিধসের ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ল্ম

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার অর্থাৎ আজ রাতে জানা গিয়েছে, মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় ও দক্ষিণ গারো পার্বত্য জেলায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে। 

এই ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ডিমাপাড়ার সোনাগ্রে গ্রাম থেকে পেশায় শিক্ষক বিজয় এস সাংমা ও তাঁর ছেলে উইয়ান চিগাদো মারাকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মেঘালয়ের শিক্ষামন্ত্রী রাক্কাম এ সাংমা এবং বিধায়ক সেংচিম এন সাংমা ও কার্তুশ মারাক পরিস্থিতি খতিয়ে দেখতে হাতিসিয়া সোংমার ভূমিধস এলাকা পরিদর্শন করেছেন।