নিজস্ব সংবাদদাতাঃ তিউনিসিয়ার বন্দর নগরী স্ফ্যাক্সের উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় আট অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্ফ্যাক্স আদালতের মুখপাত্র।
দেশটির মুখপাত্র ফাওজি মাসমুদি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে উত্তাল সমুদ্রের ঢেউয়ে ভেসে আসা স্ফ্যাক্সের সমুদ্র সৈকতে প্রায় প্রতিদিনই অভিবাসীদের মৃতদেহ খুঁজে পাচ্ছেন বেসামরিক নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও কোস্টগার্ড।
উত্তর আফ্রিকা থেকে আসা চোরাকারবারিদের পাঠানো তিনটি নৌকা গত সপ্তাহান্তে রুক্ষ পানিতে ডুবে যাওয়ার পর রবিবার কয়েকজন অভিবাসীকে নাটকীয়ভাবে উদ্ধার করেছে ইতালি।