নিজস্ব সংবাদদাতা: পরের বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তানে। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য অনুমতি দেয়নি ভারতীয় ক্রিকেট টিমকে।
এদিকে ভারতের নিরাপত্তার কথা ভেবে এবং বিসিসিআইয়ের সম্মতি যাতে পাওয়া যায় সেই জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রতিটি ম্যাচের জন্য শুধুমাত্র লাহোরকেই বেছে নেওয়া হয়েছে। কিন্তু, বিসিসিআই হাইব্রিড মডেলের দুবাই ও শ্রীলঙ্কাকে ভেন্যু হিসেবে পছন্দের কথা জানিয়েছে।
যদিও এই প্রস্তাবের ওপর কোনও আলোচনা এখনও পর্যন্ত শুরু হয়নি। কিন্তু ভারতের সব ম্যাচ নিজেদের দেশেই খেলাতে যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় পাকিস্তান, তবে নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ক্রিকেট টিম সরে দাঁড়াবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে।