RG Kar Issue: পড়ুয়াদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা, এবার পথে নামলেন শিক্ষক-শিক্ষিকারা! উত্তাল বাংলা

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল,

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ শনিবার আরজি করের বিচার চেয়ে পথে নামলেন শিক্ষক-শিক্ষিকারা। সম্প্রতি আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছিল স্কুল পড়ুয়ারা। রাজ্যজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল স্কুল পড়ুয়ারা প্রতিবাদ মিছিল। গত বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়েছে শিক্ষা দপ্তর নির্দেশিত কর্মসূচি ছাড়া স্কুল ক্যাম্পাসের বাইরে ছাত্র-ছাত্রীরা অন্য কোন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না। বিজ্ঞপ্তি প্রকাশের পর সরব হয়েছিল বিভিন্ন শিক্ষক ও ছাত্র সংগঠন। তাদের দাবি, সরকার ভীত হয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় দোষীদের আড়াল না করে কঠোর শাস্তির দাবিতে মিছিল করলেন শিক্ষক-শিক্ষিকারা। এদিন দুপুরে মেদিনীপুর সদরের চাঁদড়ায় আরজি কর হাসপাতালে পৈশাচিক ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে কঠোরতম শাস্তির দাবিতে পথে নামলেন প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক-সহায়িকাগণ। প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র উচ্চ বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা এই মিছিলে পা মেলান। উপস্থিত ছিলেন, দীপক সিংহ, শিবশংকর রাউৎ, সুভাষ নন্দী, উদয় বেরা, সোমা রানা ঘোষ, সঞ্জয় পণ্ডিত প্রমুখ। আগামী ২৮ আগস্ট কনকাবতী এসআই অফিস চত্বরে সার্কেলের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মিছিলের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি মেদিনীপুর শহরে মিছিল করে শিক্ষক সমাজ। দাবি তোলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের। দোষীদের অবিলম্ব গ্রেফতার করার দাবিতে চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীদের মিছিল বের হয় শহরে। শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু করে রিংরোড পরিক্রমা করে। দাবি ওঠে, দোষীদের আড়াল না করে কঠোর শাস্তি দেওয়ার।