নিজস্ব সংবাদদাতা: সোমবারই তৃণমূলের সাথে সমস্ত সম্পর্ক আনুষ্ঠানিক ভাবে ছিন্ন করেছেন তাপস রায়। এমনকি বিধায়ক পদেও দিয়েছেন ইস্তফা। তারপর থেকেই চলছিল জোর জল্পনা। তাহলে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন তাপস রায়? এমনটাই প্রশ্ন উঠছিল রাজনীতির অন্দরে। এমনকি সেদিনই সাংবাদিক বৈঠক থেকে তাপস রায়ের কাছে অন্য দলে যোগদান না করার জন্যে অনুরোধ জানিয়েছিলেন কুণাল ঘোষ। তবে কোনও কিছুতেই কোনও লাভ হল না।
যা জানা যাচ্ছে, আজই বিকেলে সল্টলেকের বিজেপির দলীয় কার্যালয়ে গিয়ে সেখানে যোগদান করতে চলেছেন এই বরিষ্ঠ নেতা। আজই গেরুয়ার ছত্রছায়ায় আসতে চলেছেন তিনি। গতকালই তাঁর বাড়িতে গিয়েছিলেন সজল ঘোষ। সেই সময় থেকেই হাওয়া বদলের ইঙ্গিত মিলছিল। আর আজ তাপস রায়ের সাথে যোগাযোগ করেন বিজেপি মিডিয়া সেলের মুখপাত্র অমিত মালব্য। এরপরই তাঁর বিজেপিতে যোগদানের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আর আজ বিকেল ৫টার পর পদ্মফুল হাতে ধরতে চলেছেন তাপস রায়।