নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরের উল্লেখযোগ্য লোকসভা কেন্দ্র তমলুক। যে কেন্দ্রের এই মূহুর্তের বর্তমান সাংসদ দিব্যেন্দু অধিকারী। কিন্তু অধিকারী পরিবারের সাথে বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের সম্পর্ক খানিকটা সাপে-নেউলে। স্বাভাবিক ভাবেই অধিকারী পরিবারের কেউই এখন আর তৃণমূলের সাথে যুক্ত নয়। কিন্তু তমলুক কেন্দ্রে এখনও অধিকারী পরিবারের দাপট রয়েছে। আর এবার এই তমলুক কেন্দ্রই হয়ে উঠতে চলেছে হাইভোল্টেজ।
কেননা বিজেপি সূত্রে খবর, এই হাইভোল্টেজ কেন্দ্র থেকে এবার বিজেপির প্রার্থী হতে চলেছেন সদ্য বিচারপতি পদ থেকে অবসর নেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজই বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এর মধ্যেই শোনা যাচ্ছে তমলুক থেকে ভোটে লড়তে পারেন তিনি। যা জানা যাচ্ছে, বিজেপি থেকে প্রাক্তন বিচারপতি থাকলে এই কেন্দ্র থেকে তৃণমূলের তরফে থাকবেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। স্বাভাবিক ভাবেই লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। কিন্তু প্রশ্ন থাকছে আদৌ কি জয়টা সহজ হবে প্রাক্তন বিচারপতির জন্যে?