নিজস্ব সংবাদদাতা: কাবেরী জল বণ্টন প্রকল্প নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত তামিলনাড়ু-কর্ণাটক সম্পর্ক। এরপর সেই মামলা গড়িয়েছে আদালত পর্যন্তও। তবে এখনও সুরাহা কিছুই হয়নি।
এরই মধ্যে কুমারস্বামীর মন্তব্য ঘিরে নতুন বিতর্কের জন্ম নিল। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, “আমি ডেপুটি সিএম ডি কে শিবকুমারের বক্তব্য দেখেছি। ৩০০০ কিউসেক কাবেরী জল তামিলনাড়ুতে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর তিনি খুব খুশি বলে জানিয়েছেন। তবে নদীতে জলের ঘাটতি রয়েছে”। এই ৩০০০ কিউসেক জল ছাড়লে কর্ণাটকেও জলের ঘাটতি দেখা যেতে পারে বলে এদিন জানিয়েছেন জেডি(এস) নেতা এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।