নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমএনডি) মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে বুধবার ভোর ৬টার মধ্যে তাইওয়ানের আশপাশে সাতটি চীনা সামরিক বিমান ও চারটি নৌযান শনাক্ত করেছে।
তাইওয়ানের এমএনডি জানিয়েছে, চীনের এই পদক্ষেপের পর তাইওয়ান বিমান ও নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে এবং পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) কার্যকলাপের ওপর নজর রাখতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। তাইওয়ানের এমএনডি জানিয়েছে, ওই সময়ে পিএলএ'র কোনো বিমান তাইওয়ান স্ট্রেইট মিডিয়ান লাইন অতিক্রম করেনি বা তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) প্রবেশ করেনি।
এদিকে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে কেলুং থেকে ১১৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি চীনা বেলুনকে মিডিয়ান লাইন অতিক্রম করতে দেখা যায়। জানা গিয়েছে, বেলুনটি পূর্ব দিকে উড়ে যায় এবং স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে নিখোঁজ হয়।