নিজস্ব সংবাদদাতা: ফের ‘বহিরাগত’ ইস্যুতে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। বললেন, ‘বাহিনী আজ রাতের মধ্যেই চলে আসছে। তারপর কেউ বহিরাগত এলে বাড়ি ফিরবে না। কোথায় যাবে বলতে পারব না’। কার্যত এমন ভাবেই হুঁশিয়ারি দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।
শুক্রবার ফের আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করছে রাজ্য নির্বাচন কমিশন, এমনই অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। উল্লেখ্য, গতকালই রাতে তাঁকে নোটিশ দেয় কাঁথি থানার পুলিশ। সেখানে বলা হয়, ভোটের দিন, নিজের কেন্দ্রের বাইরে বেরতে পারবেন না শুভেন্দু অধিকারী। সেই নোটিশের বিরুদ্ধেই এদিন হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মামলার শুনানি দুপুর ১ টায়, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।