নিজস্ব সংবাদদাতা: গতবারের সংখ্যাটা ছিল ৫০, আর এবার সেই সংখ্যাটাই মাত্র ৪। ৪ জন বিধায়ককে সঙ্গে নিয়েই সন্দেশখালির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি বাসে করে বিধানসভা থেকে যাত্রা শুরু করলেন তিনি। সব ঠিক থাকলে দুপুর ২টোর মধ্যে পৌঁছে যাবেন সন্দেশখালি।
যেহেতু ১৪৪ ধারা জারি রয়েছে, তাই বিধানসভা থেকেই কৌশল বদল করলেন বিরোধী দলনেতা। নিজের সাথে মাত্র ৪ জন বিধায়ককেই সঙ্গে নিয়ে চললেন তিনি। তাঁর সাথে এই সফরে রয়েছেন শঙ্কর ঘোষ। বাসে করে যাওয়ার উদ্দেশ্য একটাই, বাসে ৪ বিধায়ক ছাড়াও রয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরা। অতএব প্রশাসনের নিয়ম মেনেই হচ্ছে শুভেন্দুর সন্দেশখালি অভিযান।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, গতবারের মত এবারেও সায়েন্স সিটিতে আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারীদের বাস। তবে পরে প্রশাসনিক নিয়ম মেনে ছেড়েও দেওয়া হয় বিজেপি প্রতিনিধিদের বাস। এখন সন্দেশখালির উদ্দেশ্যে ফের যাত্রা শুরু করেছেন তারা।