নিজস্ব সংবাদদাতা: ফের একবার উত্তর প্রদেশ সরকারকে ঢাল করে রাজ্য সরকারকে দুষলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নিজের ফেসবুক পেজে শুভেন্দু লেখেন, “জনগণকে "আচ্ছে দিন" একমাত্র বিজেপি সরকার-ই দেখাতে পারে। তার উদাহরণ সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ”।
“এর আগেও জ্বালানির দামে কেন্দ্রীয় সরকারের সেস কমানোর সাথে সাথে বিজেপি শাসিত রাজ্য গুলিও কমিয়েছে। আজ কেন্দ্রীয় হারে ৪৬ শতাংশ ডিএ এবং ৭ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের জন্য বোনাস দিয়ে উত্তরপ্রদেশের সরকার বুঝিয়ে দিল বিজেপির "সবকা সাথ, সবকা প্রয়াস" ই মূল মন্ত্র”।
“তবে এই রাজ্যে সরকার দেউলিয়া হয়ে গেছে। যেখানে মুখ্যমন্ত্রী নিজেই সিভিকদের ৫৩০০ বোনাস ঘোষণা করার পর ও সিভিকরা বোনাস পায় না, যেখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা কিংবা কৃষকদের ফসলের দাম পায় না সেখানে উত্তরপ্রদেশের মত করে উন্নয়নের আশা করা বৃথা”।
“এখানে শুধুমাত্র ভোট রাজনীতি, পরিবারতন্ত্র এবং চুরি ও দুর্নীতি-ই আশা করা যায় এবং তা ১০০ শতাংশ সফল”। এদিন কার্যত এই ভাবেই তৃণমূল সরকারকে দুষলেন শুভেন্দু অধিকারী।