নিজস্ব সংবাদদাতাঃ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় বেনি শহরের কাছে শুক্রবার সন্দেহভাজন ইসলামি বিদ্রোহীদের হামলায় অন্তত ১০ বেসামরিক লোক নিহত হয়েছে। শনিবার মুলেকেরার মেয়র এনগোঙ্গো মায়াঙ্গা জানান, বেনির বাইরে মুলেকেরা কমিউনে ক্ষেতে কাজ করা লোকজনকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। তিনি জানান, এখন পর্যন্ত তিন নারীসহ সাতজনের লাশ সংগ্রহ করা হয়েছে।
বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করে তিনি ফোনে বলেন, "তল্লাশি অব্যাহত থাকায় নিশ্চিতভাবেই আরও মৃতদেহ পাওয়া যাবে।"