নিজস্ব সংবাদদাতাঃ সোমালিয়ার মধ্যাঞ্চলে সন্দেহভাজন ড্রোন হামলায় পাঁচ বেসামরিক নাগরিক ও আল শাবাবের তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, গালগাদুদ রাজ্যের এল-লাহেলে গ্রামের একটি বাড়িতে জঙ্গিদের লুকিয়ে রাখা ল্যান্ডমাইনের আঘাতে এক নারী ও দুই শিশু নিহত হয়েছে। নিহত তিন জঙ্গি আল কায়েদার সঙ্গে সম্পর্কিত আল শাবাবের জ্যেষ্ঠ নেতা, যাদের মধ্যে গালগাদুদে গোষ্ঠীটির কথিত কমান্ডার ওলোল আলী গুলেদও রয়েছেন।