নিজস্ব সংবাদদাতাঃ গত জুলাইয়ে দামেস্কে হামলায় অন্তত ছয়জন নিহত হওয়ার সন্দেহে এক সিরীয় যুবক বৈরুতের একটি ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে। সিরিয়ার আল-তাল অঞ্চলের ২৩ বছর বয়সী ওই যুবক অবৈধভাবে লেবাননে প্রবেশ করেন এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি আল-সালামে তার আত্মীয়দের সঙ্গে বসবাস শুরু করেন।
সূত্রে খবর, "হিজবুল্লাহ গ্রুপের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায় এবং যখন অভিযুক্ত জানতে পারেন যে তার অবস্থান খুঁজে পাওয়া গেছে, তখন তিনি সপ্তম তলা থেকে ঝাঁপ দেন এবং অভিযুক্তকে উদ্ধার করে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা চলাকালীন অভিযুক্ত মারা যান। তার দুই আত্মীয়কে আটক করা হয়েছে।"