সিভিক ভলান্টিয়ার নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির

রাজ্যে প্রায় ১ লাখের উপর সিভিক ভলান্টিয়ার দৌরাত্ম্য করে যাচ্ছে। এদেরকে রুখতে কিছু একটা ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারকে আর জি কর হাসপাতালের আশেপাশে সিআইএসএফ কর্মীদের থাকার ব্যবস্থা করতে নির্দেশ

author-image
Shreyashree Banerjee
আপডেট করা হয়েছে
New Update
supreme court judge.jpg

নিজস্ব সংবাদদাতা: যে কেউ হাসপাতালের এমার্জেন্সিতে ঢুকতে পারেন না। একজন সিভিক ভলান্টিয়ার কীভাবে সারা হাসপাতাল বিনা বাধায় ঘুরে বেড়াচ্ছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তুষার মেহতাকে নির্দেশ দিয়ে বলেছেন, অবিলম্বে সিআইএসএফকে আরজিকর হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অন্য এক আইনজীবী বলেন রাজ্যে প্রায় ১ লাখের উপর সিভিক ভলান্টিয়ার দৌরাত্ম্য করে যাচ্ছে। এদেরকে রুখতে কিছু একটা ব্যবস্থা করতে হবে।

Nia

 রাজ্য সরকারকে আর জি কর হাসপাতালের আশেপাশে সিআইএসএফ কর্মীদের থাকার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়ার পাশাপাশি রাত ৯টার মধ্যে প্রয়োজনীয় গ্যাজেট সরবরাহ করার নির্দেশও দেওয়া হয়েছে। সিবিআই-এর আইনজীবী তুষার মেহতা দাবি করেছিলেন, রাজ্য সরকার সিআইএসএফ কর্মীদের দূরে থাকার ব্যবস্থা করেছে। তার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ সুপ্রিম কোর্টের।