নিজস্ব সংবাদদাতা: গ্রীষ্মের প্রখর দাবদাহে নাজেহাল দশা হয়েছিল বঙ্গবাসীর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। এর জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। এই আবহে এই শিক্ষার্থী মহল সহ নানা মহলে প্রশ্ন উঠেছে যে, গরমের ছুটির মেয়াদ কি তবে কমতে চলেছে?
পড়ুয়াদের তীব্র তাপ প্রবাহ থেকে বাঁচাতে গত ২২ এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটির কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। ছাত্র-ছাত্রীরা যাতে এই তীব্র গরমে অসুস্থ না হয়ে পড়ে তাই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়াও ভোটের কারণে ব্যস্ত থাকবে নানান স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষা-কর্মীরা। সেই জন্যই আগামী ২ জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও গরমের ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২ মে থেকে ১১ মে অবধি সাময়িকভাবে ক্লাস বন্ধ থাকবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে।
এই আবহেই আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে যে, সোমবার থেকেই রাজ্যজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আরও জানা গেছে যে, বৃষ্টি হলেও গরমের হাত থেকে এখনই রেহাই পাওয়া যাবেনা। তাই গরমের ছুটির মেয়াদ যেমন ছিল তেমনই থাকবে।