কেন্দ্রীয় প্রকল্পের কৃতিত্ব চুরি! রাজ্যবাসীকে সতর্কবার্তা শুভেন্দুর

রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম ও কৃতিত্ব চুরির অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগেও রাজ্য এই ধরনের কাজ করেছিল বলে তিনি অভিযোগ করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
suvendu e.jpg

নিজস্ব সংবাদদাতা: ফের শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় প্রকল্পের নাম ও কৃতিত্ব চুরি করার অভিযোগ আনল  রাজ্য সরকারের বিরুদ্ধে। শুক্রবার টুইট করে শুভেন্দু অধিকারী বলেন,  'প্রধানমন্ত্রীর জল জীবন মিশন প্রকল্পের নাম ও কৃতিত্ব রাজ্য সরকার আগেও চুরি করার চেষ্টা করেছিল। এখন আবার করছে।' তিনি রাজ্যবাসীকে এই বিষয়ে সতর্ক করেন। 

শুক্রবাকর টুইট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির স্বপ্নের প্রকল্প হল "জল জীবন মিশন"। এই প্রকল্পের মাধ্যমে এখন অবধি ভারতবর্ষের গ্রামীণ এলাকায় ১৩ কোটিরও বেশি বাড়িতে নল ও ট্যাপ সংযোগের মাধ্যমে বিশুদ্ধ এবং পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। এমনকি প্রত্যন্ত এবং দুর্গম এলাকাতে অবস্থিত বাড়িতেও এই সুবিধা প্রদান করা হয়েছে। 
শুরু থেকেই এই রাজ্যে সেই কাজের কৃতিত্ব কেড়ে নেওয়ার চেষ্টায় কোনো খামতি নেই। প্রথমে "জল স্বপ্ন" নাম দিয়ে রাজ্য সরকারের প্রকল্প বলে চালানোর চেষ্টা করা হয়। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক ও মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতজি কড়া ব্যবস্থা গ্রহণ করায় রাজ্য সরকার বাধ্য হয়ে পিছপা হয়। এখন আবার শাসক দলের বিধায়কদের ছাড়পত্র দেওয়া হয়েছে প্রকল্পের কৃতিত্ব চুরি করে নেওয়ার।'

রাজ্যবাসীকে সতর্ক করে শুভেন্দু অধিকারী বলেন, 'আমি পশ্চিমবঙ্গের গ্রামবাসীদের বলব, যখনই পানীয় জল সরবরাহের উদ্বোধন করতে তৃণমূলের কোনও নেতা বিধায়ক উপস্থিত হবেন, আপনারা দুটি প্রশ্ন করবেন:-
১) যে প্রকল্প উদ্বোধন করতে এসেছেন সেই প্রকল্পের নাম কি? "জল জীবন মিশন" ব্যতীত অন্য কোন নাম বললে কাগজ দেখাতে বলুন।
২) এই বাড়ি বাড়ি জল সরবরাহ করার প্রকল্পে পাইপ লাইনের সংযোগ পর্যন্ত যে খরচ হয়েছে তাতে উক্ত তৃণমূলের নেতা-বিধায়কের অবদান কী?
আপনারা দেখবেন যে জবাব দিতে কতবার হোঁচট খেতে হচ্ছে !'

এই বিষয়ে রাজ্য সরকার বা শাসক দলের নেতারা কোনও বিবৃতি দেয়নি।