আদিবাসী অধ্যুষিত এলাকায় অ্যানিমিয়া নির্ণয় শিবিরে মহকুমা শাষক

শিবিরে উপস্থিত ছিলেন খড়্গপুর মহকুমা শাষক পাতিল যোগেশ অশোক রাও।

author-image
Adrita
New Update
স

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতে সাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আদিবাসী অধ্যুষিত এলাকায় অ্যানিমিয়া নির্ণয় শিবির আয়োজন করা হয়। দুটি ক্যাম্পে প্রায় ১০০ জনের বেশী বাচ্চাদের এই পরীক্ষা করানো হয়। ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের সাইতল প্রাথমিক বিদ্যালয় ও ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনচক প্রাথমিক বিদ্যালয়ে এই শিবির হয়।

v

শিবিরে উপস্থিত ছিলেন খড়্গপুর মহকুমা শাষক পাতিল যোগেশ অশোক রাও, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যান দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, ডেবরা বি এম ও এইচ স্বরূপ পাত্র,ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া সহ অনান্যরা।