নিজস্ব সংবাদদাতা, শালবনীঃ গ্রামের নাম পিরচক। ব্লক শালবনী। সবুজ প্রকৃতির কোলে বেশ কয়েকটি লোধা পরিবারের বসবাস এই গ্রামে। এই গ্রামেরই অনতিদূরে বুরিশোলে সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচিতে যান জেলাশাসক খুরশিদ আলী কাদরী। ছিলেন অতিরিক্ত জেলা শাসকগণ এবং অন্যান্য আধিকারিকরা। মাঠে ত্রিপল পেতে তার উপর বসেই মানুষের কথা শোনেন জেলা শাসক। কথা বলতে বলতে তিনি জানতে পারেন পীরচক গ্রামের বেশ কয়েকজন শিশু নিয়মিত স্কুলে যাচ্ছেনা। তৎক্ষণাৎ তিনি এর কারণ অনুসন্ধান করেন।
তিনি জানতে পারেন লোধা পরিবারের ওই বাচ্চারা প্রথম প্রজন্মের পড়ুয়া। তারা স্থানীয় কুতুরিয়া প্রাথমিক বিদ্যালয় এবং কুতুরিয়া জুনিয়র হাই স্কুলের পড়ুয়া। বাচ্চাদের বাবা-মা সকাল-সকাল কাজে বেরিয়ে যান। বাচ্চাদের স্কুলে যেতে হয় জঙ্গলের ভেতর দিয়ে। হাতির ভয়ে নিয়মিত স্কুলে যায় না। জেলাশাসকের নির্দেশে জেলা প্রশাসন বাচ্চাদের স্কুলে যাওয়া সুনিশ্চিত করতে নিয়মিতভাবে একটি অটোর ব্যবস্থা করেছে। দেয়া হয়েছে নতুন স্কুল ব্যাগও। এই নতুন ব্যবস্থায় খুশি পড়ুয়ারা। এখন হাসিমুখে স্কুলে যাচ্ছে তারা।