পরিবেশ সচেতনতায় ছাত্র ছাত্রীদের প্রয়াস, পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে তৈরি মডেল

পরিবেশ দূষণ থেকে মানুষকে বাঁচাতে অভিনব প্রয়াস।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
d

নিজস্ব সংবাদদাতাঃ গত ২৮ ও ২৯ জানুয়ারি হিঙ্গলগঞ্জের সাহেবখালি নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে ওয়ার্কশপ কাম মডেল প্রদর্শনীর আয়োজন করা হয়। জানা গিয়েছে, প্রদর্শনীতে হিঙ্গলগঞ্জ ও এর আশপাশের ২৫টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। উল্লিখিত কর্মশালায় প্রদর্শিত বেশিরভাগ মডেল বায়ো ডিগ্রেডেবল উপকরণ দিয়ে তৈরি ছিল।

অংশগ্রহণকারীরা 'মিশন লাইফ' থিমগুলো মাথায় রেখে তাদের মডেলগুলো তৈরি করেছেন, যার মূল লক্ষ্য পৃথিবীকে রক্ষা করা।  'মিশন লাইফ' প্রত্যেক মানুষকে তাদের সামর্থ্যের মধ্যে পরিবেশ রক্ষায় অবদান রাখার আহ্বান জানায়।

স

স্ব

স