নিজস্ব সংবাদদাতাঃ জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) অনুসারে, বুধবার রাতে মধ্য চিলির উপকূলের কাছে ৬.২ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতায় গোটা এলাকা প্রবলভাবে কাঁপতে থাকে। জীবন বাঁচাতে মানুষ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে থাকে। বর্তমানে অঞ্চলের কত ক্ষয়ক্ষতি হয়েছে? বা কোনও প্রাণহানি হয়েছে কিনা তা এখনো খুঁজে বের করা যায়নি।