নিজস্ব সংবাদদাতাঃ লিবিয়ার পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া ঝড় ড্যানিয়েলের আঘাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় দুই হাজারেরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় পার্লামেন্ট সমর্থিত প্রশাসনের প্রেসিডেন্ট ওসামা হামাদ সোমবার নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
ওসামা হামাদ প্রেস বিবৃতিতে বলেছেন যে হাজার হাজার বাসিন্দাসহ তাদের আবাসিক এলাকাগুলো সমুদ্রে ভেসে গেছে এবং লিবিয়ার পরিস্থিতি বিপর্যয়কর এবং নজিরবিহীন।