ব্লাড ব্যাঙ্কের জন্য নয়া গাইডলাইন রাজ্যের

রাজ্যে ব্লাড ব্যাঙ্কের চাহিদা মেটাতে তৎপর সরকার।

author-image
Adrita
New Update
ফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ব্লাড ব্যাঙ্কগুলির জন্য এবার নয়া গাইডলাইন আনল রাজ্য সরকার। সূত্র মারফত জানা গিয়েছে যে, এখন থেকে রাজ্যের সব ব্লাড ব্যাঙ্কে মিলবে দরকারিভিত্তিক পরিষেবা। কেননা, এতদিন ব্লাড ব্যাঙ্কে পাওয়া যেত 'হোল ব্লাড'। যার দরকার সব সময়ে রোগীর হয়না। তাই এবার থেকে ব্লাড ব্যাঙ্কে মিলবে হোল ব্লাড, প্লাজমা, শ্বেতরক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা। যে সব ব্লাড ব্যাঙ্কে রক্তের উপাদান আলাদা করার পরিকাঠামো নেই তাদের সঙ্গে যুক্ত করা হচ্ছে পরিকাঠামো যুক্ত ব্লাড ব্যাঙ্কগুলি। এর আওতায় আসছে জেলার হাসপাতালগুলিও।

বহু ব্লাড ব্যাঙ্কেই রক্তের উপাদান পৃথকীকরণের পরিকাঠামো নেই। সেই সমস্যার সমাধানে এবার নতুন গাইডলাইন আনল রাজ্য স্বাস্থ্য দফতর। যেখানে বলা হয়েছে, কোন ব্লাডব্যাঙ্কে রক্ত পৃথকীকরণের পরিকাঠামো নেই তার তালিকা তৈরি করতে হবে। রক্ত পৃথকীকরণের পরিকাঠামো আছে এমন ব্লাড ব্যাঙ্কের সঙ্গে পরিকাঠামোহীন ব্লাড ব্যাঙ্কের সংযুক্তিকরণ এবং পরিকাঠামোহীন মহকুমা হাসপাতালের সঙ্গে জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সংযুক্তিকরণ করতে হবে। পরিকাঠামোহীন ব্লাড ব্যাঙ্কগুলি রক্ত সংগ্রহের পর পাঠাবে পরিকাঠামো যুক্ত ব্লাড ব্যাঙ্কে। রক্তের উপাদান পৃথকীকরণের পর তা ফিরিয়ে নেবে পরিকাঠামোহীন ব্লাড ব্যাঙ্ক। 

স

স্ব

স